সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা কোকোকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান নারীদের শিক্ষায় অগ্রগতি ও দাওয়াতে শূন্যতা

বিজেপিকে ২০১৯ সালে ভগবান রাম জেতাবেন না: ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালে ওদেরকে ভগবান রাম জেতাবেন না, কারণ মানুষই ভোট দিয়ে থাকেন। তিনি আজ ভারতের রাজধানী নয়াদিল্লীতে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইস্যুতে বিজেপিকে টার্গেট করে।

ফারুক আবদুল্লাহ আজ বলেন, ‘ওরা (বিজেপি) ভাবছে যে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ওদেরকে ভগবান রাম জিতিয়ে দেবেন। কিন্তু নির্বাচনে জিততে ভগবান ওদের সহায় হবেন না। কারণ মানুষই ভোট দেন, ভগবান রামও ভোট দেবেন না, আল্লাহ্‌ও ভোট দিতে আসবেন না!’

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে গত (সোমবার) কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং বলেছেনন, ‘ হিন্দুরা যদি তাদের ধৈর্য হারিয়ে ফেলে তাহলে যে কোনো কিছুই ঘটে যেতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রী কার্যত হুমকির সুরে বলেন, ‘হিন্দুরা ধৈর্য হারাচ্ছে। তারা যদি ধৈর্য হারায় তাহলে যেকোনো কিছুই ঘটে যেতে পারে!

মন্দির নির্মাণের জন্য হয় সরকার নতুন আইন তৈরি করুক, অন্যথায় আদালত রায় দিক।’ সম্প্রতি আরএসএসের পক্ষ থেকেও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাম মন্দির নির্মাণ নিয়ে আইন তৈরির দাবি জানানো হয়েছে।

বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্ক মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আসন্ন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে আরএসএস ও বিজেপি নেতাদের একাংশের বিভিন্ন মন্তব্যে জাতীয় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। পার্সটুডে।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আসিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ