সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

আ.লীগ জোটে যোগ দিতে পারেন কাদের-অলি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ড. কামাল হোসেনের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডি। সে জোটের পর এবার গুঞ্জন ওঠেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ এবং কর্নেল (অব.) অলি আহমেদের এলডিপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দেবেন।

আওয়ামী লীগের একটি সূত্র বলছে, কাদের সিদ্দিকী ও কর্নেল অলি আহমেদের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই নেতাই শর্ত সাপেক্ষে আওয়ামী লীগে যোগ দিতে আগ্রহের কথা জানান।

তাদের দেয়া শর্ত ও আগ্রহের কথা এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও জানানো হয়েছে বলে জানায় সূত্রটি।

সব ঠিক থাকলেই অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দেবে কৃষক শ্রমিক জনতা লীগ এবং এলডিপি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে আওয়ামী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে নেতিবাচক সমালোচনা করায় দল থেকে কাদের সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি কৃষক শ্রমিক জনতা লীগে গঠন করেন।

এদিকে কর্নেল (অব.) অলি আহমেদ বিএনপির শীর্ষনেতাদের সঙ্গে মতবিরোধের কারণে ২০০৬ সালে দল থেকে পদত্যাগ করেন। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি করে রাজনীতিতে সক্রিয় আছে।

জাতীয় ঐক্যফ্রন্টের ১১ লক্ষ্য ও ৭ দফায় যা আছে

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ