সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

বেফাকে চরমোনাই পীরের অন্তর্ভূক্তির সংবাদ ও ব্যাখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম গতকাল “বেফাকের সহসভাপতি হলেন বরুনা ও চরমোনাই পীর” শিরোনামে একটি নিউজ করেছিল, যা পরবর্তীতে সরিয়ে নেয়া হয়। এ নিয়ে অনলাইন ও অফলাইনে বিতর্ক সৃষ্টি হয়েছে।

গতকাল আওয়ার ইসলাম এ সংবাদটি করেছিল বেফাকের মহাপরিচালক আল্লামা জুবায়ের আহমদ এর সূত্রে। আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে তিনি প্রথমে বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু নিউজ প্রকাশের প্রায় ১ ঘণ্টা পর তিনি ফোন করে জানান চরমোনাই পীর সাহেবের ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তাই নিউজটি সংশোধন করার অনুরোধ জানান।

মূলত গতকালের বেফাকের বৈঠকে কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ৩৮ জন সদস্য যুক্ত করা হয়। আর বেফাকের সঙ্গে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড যুক্ত হওয়ায় বোর্ডটির সভাপতি মুফতি সৈয়দ রেজাউল করিম ও মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজীকে কমিটিতে যুক্ত করার প্রস্তাব আসে এবং প্রাথমিকভাবে তা গৃহিত হয়।

তবে বৈঠকের অনেকেই চরমোনাই পীর সাহেবের অন্তর্ভূক্তির ব্যাপারে আপত্তি জানালে এ বিষয়টি পড়ে সিদ্ধান্ত হবে বলে আপাতত স্থগিত রাখা হয়। কিন্তু স্থগিতের সিদ্ধান্ত অনেকেরই জানা ছিল না যেমনটি জানা ছিল না মহাপরিচালকেরও।

তবে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার গঠনতন্ত্র অনুযায়ী- কোনো বোর্ড যদি তাদের সঙ্গে যুক্ত হয় তবে সে বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে বেফাকের সহসভাপতি হবেন এবং মহাসচিব হবেন বেফাকের সহকারী মহাসচিব।

তাই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা নূরুল হুদার ফয়েজীর সহকারী মহাসচিবের পদ চূড়ান্ত হলেও মুফতি রেজাউল করিমের বিষয়টি এখনো আলোচনাধীন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পড়ে জানানো হবে হবে জানিয়েছে বেফাক কর্তৃপক্ষ।

বেফাকের বৈঠক; কমিটিতে নতুন সদস্যের অন্তর্ভূক্তি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ