মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

সাংবাদিকদের সঙ্গে ইশা ছাত্র আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পূর্ণ হতে চলছে। এদেশের মানুষ বুক ভরা স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিস্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীন দেশে বসবাস করে মানুষ আজো স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ হল স্বাধীন দেশ হয়েও বিশ্বের ৫টি স্বৈরতান্ত্রিক দেশের মধ্যে একটিতে পরিণত হয়েছে।

আজ ৭ এপ্রিলবেলা ১২ টায় রাজধানীর নয়া পল্টনস্থ গোল্ডেন প্লেট রেস্টুরেন্টে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম-এর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সাংবাদিকরা হল দেশ ও জাতির দর্পন স্বরূপ। আপনাদের সৎ ইচ্ছা থাকলে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে এ ক্রান্তিলগ্নে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে পারেন।

আমরা আপনাদেরকে স্বাধীনতার পরবর্তী সময়ের দেশে যোগ্য কলম সৈনিক হিসেবে দেখতে চাই।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস. এম. এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম কাওছার আহমদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আবদুল জলিল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

‘সন্ত্রাসবাদীদের মুখেই আজ শান্তি প্রতিষ্ঠার মুখরোচক স্লোগান’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ