মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ব্লু হোয়েল গেম বন্ধের নির্দেশনা চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী আলোচিত গেম ব্লু হোয়েল বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আত্মহত্যার প্ররোচনা রয়েছে- এমন অভিযোগ এনে রোববার তিন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

তিন আইনজীবীর পক্ষে রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।

হাইকোর্টের একটি দ্বেত বৈঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। তবে কবে শুনানি অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত গেম ব্লু হোয়েল সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে।

ইতোমধ্যে বাংলাদেশের কয়েকটি জায়গায় ব্লু হোয়েল গেম খেলে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছেন এমন কয়েকজন তরুণকে সনাক্ত করা হয়েছে। তাদেরকে পুলিশি হেফাজতেও নেয়া হয়েছে।

তবে আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেয়া এমন গেমের প্রভাব সত্যিই বাংলাদেশে আছে কিনা এ বিষয়টি এখনো তদন্তাধীন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর- পুলিশি তদন্ত ও গবেষকদের সিদ্ধান্ত— ব্লু হোয়েলের অস্তিত্ব প্রমাণ করা কঠিন। তারা এ ধরনের গেমের কোনো অস্তিত্ব পাননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ