মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


এখনই স্পেন থেকে বেরুচ্ছে না কাতালোনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার স্বাধীনতার ঘোষণার কথা বলা হলেও কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন সেখান থেকে পিছিয়ে এসেছেন। খবর বিবিসির

তিনি বরং মাদ্রিদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। এখনই স্পেন থেকে বেরিয়ে যেতে চান না তিনি। গতকাল মঙ্গলবার আঞ্চলিক পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে পুজদেমন এসব কথা বলেন।

তিনি স্বাধীনতা নিয়ে গণভোটকে সাসপেন্ড করতে আহবান জানিয়েছেন। গত পহেলা অক্টোবর অনুষ্ঠিত গণভোটে ৯০ ভাগ কাতালান নাগরিক স্বাধীনতার পক্ষে রায় দেয়। তবে মাদ্রিদ সরকার এবং সাংবিধানিক আদালত এই গণভোটকে অবৈধ বলেছে।

পুজদেমন পার্লামেন্টে বলেন, জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু এ নিয়ে উত্তেজনা হ্রাস করতে চাই। তিনি মাদ্রিদ সরকারের ভূমিকারও সমালোচনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ