মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

মসজিদ উঠিয়ে দেয়ার হুমকিদাতা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘মসজিদ উঠিয়ে দাও, মসজিদ থাকবে না, শুধু মন্দির থাকবে’ ইসলামবিদ্বেষী মন্তব্যকারী ছাত্রলীগ নেতা বিলাস চন্দ্র পালকে গ্রেফতার করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উসকানি দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখা হয়েছে।

বুধবার সকালে গোপালপুর থানা পুলিশ ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করে।

বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে চালান দিলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

ওসি হাসান আল মামুন বলেন, 'বিলাস পাল গোপালপুর পৌর শহরের পালপাড়ার বাসিন্দা বিমল পালের ছেলে। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৬৯ ব্যাচের ছাত্র। এবং সেখানকার শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।'

তদন্তকারী দারোগা হাসান জামিল খান জানান, গত ১ অক্টোবর পৌরশহরের পালপাড়া পূজা মণ্ডপের শারদীয় দুর্গা প্রতিমা বিসর্জনের পূর্বে এক শোভাযাত্রা থেকে মাইক্রোফোনে মসজিদ নিয়ে কটূক্তি করেন বিলাস পাল। কয়েক যুবক সেটি ভিডিও করে ফেসবুকে আপলোড করেন। এরপর সেটি ভাইরাল হয়ে যায়।

এ নিয়ে পৌর শহরে চরম উত্তেজনা দেখা দেয়। সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় শহরে পুলিশ মোতায়েন করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দারোগা আব্দুল হান্নান বাদী হয়ে বিলাস পালকে আসামি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গার উসকানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ