বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

‘ফরহাদ মজহার ঢাকায়; অপহরণ নয় পরিকল্পিত ভ্রমণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণের পর কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে যশোরের নওয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। এবং রাতেই ডিএমপি পুলিশ ফরহাদ মজহারকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল ৯ টায় ঢাকায় এসে পৌঁছেছে।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে খুলনার ফুলতলা থানায় র‍্যাব ও পুলিশের এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ এবং র‍্যাব-৬ এর সিও খন্দকার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা জানান, ফরহাদ মজহারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপি’র প্রতিনিধিরা রাত পৌনে ২টার দিকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

এদিকে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ বলেন, ‘ফরহাদ মজহারের ঘটনাটিকে তিনি অপহরণ বলতে নারাজ।

তিনি বলেন, এটা অপহরণ নয় ঘটনার আলামত দেখে মনে হচ্ছে এটা সুস্পষ্ট পরিকল্পিত ভ্রমণ। তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা-পয়সা আছে, একটা মোবাইল আছে, এমনকি তার চার্জারও সঙ্গে রয়েছে। অর্থাৎ মোবাইলের চার্জারও নিতে ওনি ভোলেননি।’

দিদার আহমেদ বলেন, ‘ফরহাদ মজহার আমাদের সঙ্গে খুব বেশি কথা বলেননি।’ তিনি সাংবাদিকেদের সঙ্গেও কথা বলতে রাজি হননি।

র‍্যাব ৬-এর সিও খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সোমবার রাতে যখন খুলনার নিউ মার্কেট এলাকার ‘গ্রিল হাউজে’ উনার (ফরহাদ মজহার) ডিনার করার বিষয়টি নিশ্চিত হয়েছিলাম; তখনই চারপাশে অনুসন্ধান জোরদার করা হয়। এ সময় হানিফ পরিবহনে তার টিকেট বুকিং দেওয়ার বিষয়টি জানা যায়। পরে যশোরের নওয়াপাড়ায় হানিফ পরিবহনের বাস থেকেই তাকে উদ্ধার করা হয়।’

উল্লেখ্য, ৩ জুলাই সোমবার ভোরে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ