সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমবারই ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয়েছে মুসলিমদের খুশির উৎসব ঈদ-উল-ফিতর। এরাজ্যেও আনন্দ উদ্দীপনার সাথে ঈদ উদযাপিত হয়। কলকাতার রেড রোড, খিদিরপুর, মোমিনপুর, রাজাবাজার, মল্লিকবাজার, পাক সার্কাস সহ রাজ্যের বিভিন্ন জেলাতেও ইসলাম ধর্মাবলম্বী মানুষরা দলবদ্ধভাবে ঈদের নামাজ পড়েন।

রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঐদিন সকাল ৯টায় রেড রোডে অনুষ্ঠিত রাজ্যের সবথেকে বড় ঈদের সমাবেশে হাজির হন। সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন ঈমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান। এদিন তিনিই নামাজের নেতৃত্ব দেন ও নামাজ শেষে এক দীর্ঘ দোয়া এর মাধ্যমে মানবজাতির মঙ্গল কামনা করেন ও সকলকে সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান।

ঐ মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘আমি হিন্দু বা মুসলমান নই, প্রথমে আমি মানুষ। আমি ইনসান। মানবতার জন্য যতদূর যেতে হয় যাব।’ নামাজ শেষে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক মানুষদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাজ্যে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকব। দুনিয়াটা কারও জমিদারি নয়।’

ঈদ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই সম্প্রীতির বার্তা কয়েক ঘন্টার মধ্যেই বেশ কিছু সংবাদমাধ্যমের সোশ্যাল সাইটে প্রকাশিত হয়। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায়, কুৎসিত আক্রমণ শুরু করেন হিন্দু মৌলবাদীরা। একের পর গালিগালাজ ও কটুক্তিতে ভরে ওঠে ঐসব সংবাদমাধ্যমগুলির নিউজ লিংকের কমেন্ট বক্স। মুখ্যমন্ত্রী মুসলমানদের ঈদের শুভেচ্ছাবার্তা জানানোয় তার বিরুদ্ধে সংখালঘু তোষণের অভিযোগ তুলে একের পর এক বিদ্বেষপূর্ণ মন্তব্য করতে থাকেন তারা। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশেই নয়, ঐ মৌলবাদীরা রাজ্যের মুসলিমদেরও অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেন।

এম/আর/এইচ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ