শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন হাতপাখার চার প্রার্থী দারুননাজাত একাডেমি ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ পেলেন ৩৩ নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন হিজাবি নারী: আসাদুদ্দিন ওয়াইসি প্রার্থিতা ফিরে পেলেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার স্বচ্ছ নির্বাচন বাস্তবায়নে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন: ইসলামী শ্রমিক আন্দোলন দেশে খুন কমেছে, নিরাপত্তা আগের মতোই আছে একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম ২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লায় অধ্যক্ষের বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে। হয়রানির শিকার ওই ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ মে) রাতে বুড়িচং থানা পুলিশ মাদ্রাসার অধ্যক্ষ ইকবালকে গ্রেফতার করে।

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকার মিফতাউল জান্নাত মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসার অধ্যক্ষ ইকবালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত দুই বছর ধরে অধ্যক্ষ ওই ছাত্রীকে বিভিন্নভাবে নানা সময়ে যৌন হয়রানি করে আসছিল। গত এক সপ্তাহ ধরে মাদ্রাসা অধ্যক্ষ উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। বিষয়টি ওই ছাত্রী পরিবারের লোকজন ও স্থানীয়দের জানালে তারা থানা পুলিশের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কুমার দে’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই মাদ্রাসা থেকে অধ্যক্ষ ইকবালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বুড়িচং থানার ইনচার্জ কুমার দে বলেন, ‘শুক্রবার সকালে ইকবাল হোসেনকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ