রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের কটিয়াদীর পল্লিতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. বজলুর রহমান (৬০) মন্ডলভোগ গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের উত্যপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে বাবা বজলুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুবায়ের। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ঘাতক জুবায়েরকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ