বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


পাক-ভারত সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump8আওয়ার ইসলাম: দুই পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংকট নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিআলাপের বরাতে রেডিও পাকিস্তান বুধবার এ তথ্য দেন। খবর দ্য ডন ও এনডিটিভির।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে নওয়াজ শরীফ ফোন করেন। এ সময় তাদের আলোচনায় জম্মু ও কাশ্মীরসহ বিভিন্ন ইস্যু উঠে আসে।

পাক প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, 'পাক-ভারত সংকট নিরসনে ভূমিকা রাখতে পারলে তিনি নিজেকে সম্মানিত বোধ করবেন।' ট্রাম্প নওয়াজ শরীফের ভূয়সী প্রশংসা করেন এবং শিগগিরই তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেন।

এম কে


সম্পর্কিত খবর