ঢাকার রামপুরার ব্যস্ত ওয়াপদা রোডে দুপুর সাড়ে বারোটায় যখন গরমে পুড়ছিল শহর, তখন তৃষ্ণার্ত পথচারীদের হাতে এক বোতল ঠান্ডা পানি তুলে দিলো মাদানী মজলিস বাংলাদেশ।
১৪ মে’র ওই দুপুরে সংগঠনটির সদস্যরা প্রায় ৬০০ পথচারী ও রিকশাচালকের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ করেন। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুফতী নাজমুল হাসান, মুফতী সিফাত উল্লাহ, মুফতী আব্দুল্লাহ ইউসুফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ঠান্ডা পানির এই ছোট্ট আয়োজন যেন এক ফোঁটা শান্তির বাতাস হয়ে ছুঁয়ে গেল রাজপথের ক্লান্ত মানুষদের। কারও হাতে রিকশার হ্যান্ডেল, কারও কাঁধে বাজারের ব্যাগ—কিন্তু সবার চোখেই ছিল একইরকম কৃতজ্ঞতা।
সংগঠনটির সভাপতি শায়খ মুফতী হাফীজুদ্দীন (হাফিযাহুল্লাহ) এর দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়। মানবিক কার্যক্রমে মাদানী মজলিস ইতিপূর্বেও ছিল সক্রিয়—বন্যার্তদের সহায়তা, বস্ত্র ও ইফতার বিতরণ, মাদকবিরোধী সচেতনতায় ভূমিকা রেখেছে তারা।
গরমের দিনে একটি বোতল ঠান্ডা পানি যে কতটা স্বস্তির হতে পারে—তা জানে শুধু সেই রিকশাচালক, যে ক্লান্ত গলায় বলেছিল, “আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।”
এসএকে/