রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯ টা থেকে এই অডিশন শুরু হয়। চলে বিকেল পর্যন্ত।
এতে ভোলা জোন, পটুয়াখালী বরগুনা জোন এবং বরিশাল ঝালকাঠি পিরোজপুর জোনের প্রতিযোগীরা বরিশাল গ্রন্থাগার মিলনায়তনে অংশগ্রহণ করেন। সাথে ১৫ পারার মেয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
মোট প্রতিযোগীদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ছেলেদের দুই গ্রুপ থেকে পাঁচজন করে ১০ জন এবং মেয়েদের গ্রুপ থেকে একজনকে জাতীয় পর্যায়ে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুস সোবহান আযহারী ও প্রফেসর আবুল কাসেম মো. আব্দুল হাকিম। অনুষ্ঠান পরিচালননা করেন মাওলানা সুহাইল।
এনএইচ/