মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭


পিআইবির সাংবাদিকতা কোর্সে কওমিপড়ুয়াদেরও ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাংবাদিকতার কোর্সে ভর্তি হতে পারবেন কওমি মাদরাসার ছাত্ররাও। মিশকাত বা ফজিলত পরীক্ষার মার্কসিট বা সনদ দিয়ে তারা আবেদন করতে পারবেন।

গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তিসংক্রান্ত তথ্যে পিআইবি বলছে, এই কোর্সে ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে।

কোর্সের নাম

  1. Basic Journalism in The Age of New Media
  2. Fact Checking in The Age of Digital Media
  3. Media Content Creation: AI, VR & New Media Tools, Trends and Ethics

 সার্টিফিকেট কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

মেয়াদ: ৩ মাস (১২ সপ্তাহ)

আসন সংখ্যা: ৫০ জন (পঞ্চাশ)

ভর্তি আবেদন ফি: ৫০০/- (পাঁচশত টাকা)

মোট কোর্স ফি: ১০,০০০/- (দশ হাজার টাকা) [এককালীন]

ক্লাসের সময়: প্রতি শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৯টা (সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনযোগ্য)

ক্লাসের মাধ্যম: শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময়: কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী

 ২০২৫ সালের সার্টিফিকেট কোর্সে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

আবেদনপত্র সংগ্রহ/শুরুর তারিখ: ০৫/১০/২০২৫ (রবিবার)

আবেদনের শেষ তারিখ: ২৭/১০/২০২৫ (সোমবার)

ভর্তি পরীক্ষা: ৩১/১০/২০২৫ (শুক্রবার)

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ০১/১১/২০২৫ (শনিবার)

ক্লাস শুরুর তারিখ: ০৭/১১/২০২৫ (শুক্রবার)

যোগাযোগ: ০১৯৭৮৮১৮৮৫৬

ওয়েবসাইট: www.pib.gov.bd

ফেসবুক: https://www.facebook.com/pib.gov.bd

(রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা)

ভর্তির যোগ্যতা:

সরকার অনুমোদিত যেকোনো বোর্ড থেকে ন্যূনতম এইচএসসি, আলিম এবং কওমি সমমান (যদি থাকে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি হতে পারবেন।

গণমাধ্যম/জনসংযোগ/বিজ্ঞাপনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

 ভর্তি প্রক্রিয়া

পিআইবি কর্তৃপক্ষ জমাকৃত সকল আবেদনপত্র যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিআইবি’র ওয়েবসাইটে (www.pib.gov.bd) প্রকাশ করা হয়। চূড়ান্তভাবে মনোনীত এ সকল শিক্ষার্থী এইচএসসি, আলিম এবং কওমি সমমান (যদি থাকে) পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শন করে ভর্তি হতে পারবেন।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের পিআইবি’র ওয়েবসাইট (www.pib.gov.bd) থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদন ফি ৫০০/- (পাঁচশত টাকা) পিআইবি’র হিসাব শাখায় জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করে অধ্যয়ন শাখার অফিস কক্ষে (২নং ভবনের ৪র্থ তলার ৪১০ নম্বর কক্ষ) জমা দিতে হবে।

(ক) এইচএসসি, আলিম এবং কওমি সমমান (যদি থাকে) পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।

(খ) দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

(গ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।

(ঘ) আবেদন ফি জমার দেওয়ার রশিদ।

(ঙ) গণমাধ্যমে কর্মরতদের ক্ষেত্রে পেশাগত পরিচয়পত্রের অনুলিপি।

অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যদিন সকাল ১০.০০টা থেকে বিকাল ০৩.০০টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ