সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (১২ জুলাই) রাজধানী ঢাকার উত্তরা আজমপুর কাঁচাবাজার সংলগ্ন নিজস্ব জমিতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র ঢাকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া পটিয়ার মহাপরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী। প্রধান অতিথি ছিলেন জামিয়া পটিয়ার সদরের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ।

উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বিশিষ্ট মুফাসসির ও দাঈ মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিঘলিয়া (গোপালগঞ্জ), মাওলানা কাজী ফজলুল করিম রাজু (বগুড়া), আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রাজ্ঞ শিক্ষকমণ্ডলী—

মাওলানা নুরুল আবছার, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুফতি মনজুর সিদ্দীক, মাওলানা মীর কাউসার খলীল, মাওলানা সলিমুদ্দীন মাহদী, মাওলানা আনিসুল হক, মাওলানা আসেম হারুন, মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা এমদাদ, মাওলানা সানাউল্লাহ আজহারীসহ ফাযেলানে জামিয়া ও বিশিষ্ট মেহমানগণ।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়—ঢাকা শাখায় একটি আন্তর্জাতিক মানের তাহাসুসাত বিভাগ (উচ্চতর গবেষণা বিভাগ) স্থাপন করা হবে, যেখানে তাফসির, হাদিস, ফিকাহ, উসূল, দাওয়াহসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ আলেমগণকে প্রস্তুত করা হবে। এই প্রস্তাবে সবাই একমত পোষণ করেন এবং জামিয়ার পক্ষ থেকে বাস্তবায়নের প্রতিশ্রুতিও প্রদান করা হয়।

উদ্বোধনী আয়োজনে ‘ফাজেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশন’ এর ঢাকা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই ফাউন্ডেশন মূলত আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রাক্তন ছাত্র ও ফাযিলদের নিয়ে গঠিত একটি বিশুদ্ধ চিন্তাধারার সংগঠন, যার কার্যক্রম তদারকি করে জামিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ। এর কার্যকরী কমিটিও জামিয়ার নির্দেশনা ও শিক্ষক পরামর্শক্রমে গঠিত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ