সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র মাদরাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯ শতাংশ।

আজ (বৃহস্পতিবার) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। মাদরাসা বোর্ডের ফলাফলে দেখা যায়, এই বোর্ড থেকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন। এরমধ্যে এক লাখ ৪৭ হাজার ২৫২ জন ছাত্র ও এক লাখ ৩৯ হাজার ৩২০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেছেন মোট ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৯৬ হাজার ৯৩৫ জন ও ছাত্রী ৯৮ হাজার ১৮০ জন।

মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৬৫.৮৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৭০.৪৭ শতাংশ। এবার মাদরাসা বোর্ড থেকে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন পরীক্ষার্থী। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৮৭ জন ও ছাত্রীদের মধ্যে পেয়েছেন ৪ হাজার ১৭৯ জন। মাদরাসা বোর্ডের ৯ হাজার ৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ