সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ।। ১৬ বৈশাখ ১৪৩১ ।। ২০ শাওয়াল ১৪৪৫


আজ প্রকাশিত হবে বেফাকের ফলাফল; যেভাবে দেখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আজ প্রকাশিত হবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

বুধবার (৩ এপ্রিল) বেফাকের অফিসিয়াল পেজে এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ ।

পড়ুন : ঈদের আগে কি দাওরায়ে হাদিসের ফল প্রকাশ হবে? যা জানালো হাইআতুল উলয়া

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামীকাল ২৪ রমজান বৃহস্পতিবার দুপুর ৩.০০টায় প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট www.wifaqedu.com-এ বিকাল ৪টা থেকে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এদারা, বি, দ্বীনি ও ইভোলার বেফাকভুক্ত মাদরাসাসমূহ তাদের মাদরাসাওয়ারি ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দেখতে ইলহাকের পরে বিজয় কিবোর্ডে এদারা, বি, দ্বীনি ও ইভোলা লিখতে হবে।

যেভাবে ফলাফল দেখবেন :

ব্যক্তিগত ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে wifaqedu.com সাইটে প্রবেশ করে সন মারহালা ও রোল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পাবেন।

মাদরাসা ওয়ারি ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে wifaqedu.com এই ঠিকানায় প্রবেশ করে সন মারহালা ইলহাক নম্বর দেওয়ার পর বেফাকে দেওয়া আপনার মাদরাসার ফোন নম্বরের শেষের দুইটি নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ