মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ।। ১৭ বৈশাখ ১৪৩১ ।। ২১ শাওয়াল ১৪৪৫


সীমিত কোটায় ভর্তি নেবে রাজধানীর জামিয়াতুদ দাওয়াহ আল মাদানিয়া ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার সীমিত কোটায় একাধিক বিভাগে ছাত্র ভর্তি নেবে রাজধানী ঢাকার খিলগাঁও এ অবস্থিত গবেষণামূলক উচ্চতর ইসলামি শিক্ষা ও আরবি ভাষা-সাহিত্য কেন্দ্র “জামিয়াতুদ দাওয়াহ আল মাদানিয়া ঢাকা”।

জামিয়ার চলমান বিভাহ সমূহ-

■ মাদানি নেসাবের সমন্বয়ে ১ম বর্ষ-৫ম বর্ষ (ইবতেদায়ী-জালালাইন) পর্যন্ত

■ ইফতা বিভাগ ( কোটা ১৫ জন)

■ উচ্চতর আদব বিভাগ ( কোটা ১৫ জন )

■ আরবি ভাষা ও নাহু - সরফ বিভাগ

■ হিফজুল কুরআন 

■ মাদানি মক্তব (প্লে-পঞ্চম শ্রেণী)

মাদানি নেসাবের বৈশিষ্ট্য  ( ১ম বর্ষ থেকে ৫ম বর্ষ )

> মাওলা আবু তাহের মিসবাহ  হাফি. এর মাদানি নেসাবের পূর্ণাঙ্গ অনুকরণ

>  সম্পূর্ণ আরবি মিডিয়াম, এক বছরে  আরবি পঠন, লিখন  কথন যোগ্যতা অর্জন করতে  সক্ষম  হয়

> আরবির পর মাতৃভাষা বাংলা ও ইংরেজিকে সর্বোচ্চ গুরুত্বপ্রদান

> হাফেজ ছাত্রদের সাপ্তাহিক শবিনার ব্যাবস্থা ও অ-হাফেজদের ২৯-৩০ পারা বাধ্যতামূলক মুখস্থকরণ।

> মাদানি নেসাবের উল্লেখযোগ্য  মাদরাসার  ৫ বছরের  অভিজ্ঞতাসম্পূর্ণ সফল শিক্ষাসচিব  ও একাধিক  মাদানি নেসাবের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা মারুফ হাসান হাফি.  নিয়মিত  পাঠদান ও সার্বক্ষনিক তত্বাবধান  করবেন , 

> বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে এর অধীনে ৪র্থ বর্ষ ( শরহে বেকায়া ) অংশগ্রহণ

ইফতা বিভাগের বৈশিষ্ট্য -

> দুজন অভিজ্ঞ মুহাক্কিক মুফতি মুশরিফের নিয়মিত দরস প্রদান ও সার্বক্ষণিক তত্ত্ববধান।

>মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া এর ইফতা বিভাগের  মানহাজ সামনের রেখে যুগোপযোগী মানহাজ গঠন

>নিয়মিত ইংরেজি  ও বাংলা ভাষা সাহিত্যের ক্লাস।

> ইসলামি অর্থনীতির নিয়মিত দরস প্রদান

>মুহাক্কিক অভিজ্ঞ  মুফতিদের  মাধ্যমে মাসিক বিষয়ভিত্তিক ও সমসাময়িক  বিষয়ে মুহাজারা প্রদান।

> ২৫ বছর ফিকহ ফাতওয়ায় অভিজ্ঞ  মুফতি আঃ রাজ্জাক  আল হুসাইনী  সাহেবের নিয়ম পাঠদান ও সরাসরি  তত্ত্বাবধান

ভর্তি যোগ্যতা : ১. দাওরা হাদীসে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে। ২. লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষার বিষয় : হেদায়া ৩য়, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ।

কিসুমুল আদাবিল আরাবি ( উচ্চতর আরবী সাহিত্য) এর বৈশিষ্ট্য -

> দেশের উল্লেখযোগ্য জামিয়ার আদব বিভাগের ৫ বছরের  অভিজ্ঞতা সম্পূর্ণ  ২জন যোগ্য ও অভিজ্ঞ আদিবের নিয়মিত পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান।

> মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাষাশিক্ষা ইনস্টিটিউটের পূর্ণ অনুকরণ।

> মাদানীনগর মাদরাসার প্রধান আদীব ফযীলাতুশ শায়খ ফারুকযযান (হাফিজাহুল্লাহ) জামিয়ার প্রধান আদীব ও প্রধান তত্ত্বাবধায়ক

ভর্তি যোগ্যতা : ১. দাওরা হাদীসে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে। ২. লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

কিসমুল লুগাহ ( আরবী ভাষা ও নাহু - সরফ বিভাগ) এর বৈশিষ্ট্য

(যারা নাহু সর‌ফে দুর্বল, নি‌জে নি‌জে আর‌বি ইবারত পড়‌তে ও হল কর‌তে পা‌রে না, তা‌দের জন‌্য )

> ব্যাপক ইজরা ও তাম‌রিনের মাধ্যমে প্রায়োগিক ভাবে পূর্ণ নাহু সরফ পাঠদান ও বিশুদ্ধ  ইবারত পাঠের অনুশীলন।

> আরবি মুকালামা, বক্তৃতা  ইনশা, মাকালা,আরবি-বাংলা অনুবাদ,আববি পত্রিকা পাঠ ও খবর তৈরী, দরখাস্ত, চিঠিপত্র বিষয়ক প্রশিক্ষণ প্রদান

ভ‌র্তি যোগ‌্যতা : হেদায়াতুন্নাহু থে‌কে দাওরা পর্যন্ত যে কো‌নো ছাত্র ভ‌র্তি হ‌তে পারবে।

হিফজুল কুরআন বিভাগের বৈশিষ্ট-

>ছোটদের মানসম্পন্ন হিফজ বিভাগ। 

> শিশু-কিশোরের অত্যন্ত য‌ত্নের সা‌থে তাদেরকে কুরআন হিফজ করানো হয়।

>সাধারণত ২ থেকে ৩ বছরে ছাত্ররা এই বিভাগ থেকে হিফজ সম্পন্ন করে থাকে।

শুনা‌নি বিভা‌গে ভ‌র্তিচ্ছুক ছাত্র ভাইরাও এ বিভা‌গে ভ‌র্তি হ‌তে পার‌বেন।

জামিয়ার  বিশেষ বৈশিষ্ট্য-

♦ মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া  ফুজালাদের দ্বারা নিয়মিত পাঠদান

♦ জামিয়ার সকল উস্তাদ দেশের উল্লেখযোগ্য জামিয়া থেকে ২/৩ বছর  বিভিন্ন ফনে তাখাচ্ছুসসম্পূনকারী

♦ আরবি ভাষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফন ভিত্তিক  পাঠদান

♦ দেশসেরা প্রতিষ্ঠান থেকে ফারেগ একঝাঁক মেধাবী যুগসচেতন নবীন-প্রবীণ গবেষক শিক্ষকগণের মাধ্যমে পাঠদান।

♦ সকল বিভাগে বাংলাভাষা ও বানানচর্চা সাপ্তা‌হিক ও পা‌ক্ষিক ক্লাস  ও ফুল স্পো‌কেন ইং‌লিশ কোর্স।

♦ আকাবির আসলাফের জীবনী, মালফুজাত, মাকতুবাত অধ‌্যয়ন। প্রত্যেক বিভা‌গের নির্বা‌চিত পৃথক সি‌লেবাস।

♦ হিফজুল হাদিস মুখস্থকরণ: প্রতি বছর একশত নতুন হাদিস মুখস্থ করা  এবং  ১০০-৫০০ হিফজুল হাদিসের

♦ ছাত্রদের বাছাইকৃত প্রবন্ধ ত্রৈমা‌সিক প‌ত্রিকা আকা‌রে প্রকাশ। ( আর‌বি-বাংলা)

♦ নিজস্ব বিশুদ্ধ পানি সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুত (IPS) ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

জামিয়ার মুহতামিম: মুফতি আব্দুর রাজ্জাক আল হুসাইনি

জামিয়ার লক্ষ্য-

■ নিবিড় পরিচর্যায় প্রত্যেকটি তালিবুল ইলমকে আলেমে বা-আমল হিসেবে গড়ে তোলা।

■ যুগোপযোগী গবেষক সৃ‌ষ্টি করা।

■ সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই একমাত্র লক্ষ্য।

ভর্তি সংকান্ত তথ্য-

ভর্তি ফরম : ১০০/-

ভর্তি ফি : ৪০০০/-

আলমারী ভাড়া : ৫০০/- ( বাৎসরিক )

মাসিক ফি: ৩৫০০/-

( অস্বচ্ছল মেধাীদের জন্য পারিবারিক অবস্থা যাচাই পূর্বক বিশেষ বি‌বেচনার ব্যবস্থা রয়েছে )

যা আনবেন-

১. পাসপোর্ট সাইজের ১ কপি ছবি

২. জন্ম নিবন্ধন/আইডি কার্ড/চেয়ারম্যানের সত্যয়নপত্র

৩. তাবলিগি বেড

যোগাযোগ: 01977774066, 01916296679, 01841208066

যাতায়াত: যে কোনো স্থান থেকে বাসাবো / মেরাদিয়া এিমহনী ব্রিজ   থেকে  নন্দীপাড়া  ৫ নং রোড, কবরস্হান সংলগ্ন  মাদরাসা

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ