মুফতি সাখাওয়াত হোসাইন রাজী
যেসব তথাকথিত মিডিয়া ইসলামি দল ও ধর্মপ্রাণ মুসলমানদের ন্যায্য আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করেছে, হেফাজতে ইসলামের ১৩ দফাকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে ধারাবাহিক অপপ্রচার চালিয়েছে, শাপলা চত্বরের ন্যায়সঙ্গত অবস্থানকে ‘তাণ্ডব’ বলে ইতিহাস বিকৃতি করেছে—তারা আদতে সাংবাদিক নয়; তারা আধিপত্যবাদী শক্তির মুখপত্র ও প্রচারযন্ত্র।
যেসব তথাকথিত মিডিয়া টুপি-দাড়িওয়ালাদের ‘জঙ্গি’ ও ‘উগ্রবাদী’ বানানোর সুপরিকল্পিত মিশনে সক্রিয় ছিল, আর একই সঙ্গে কুফরি ও শিরকি সংস্কৃতিকে ‘প্রগতিশীলতা’র মোড়কে নির্বিঘ্নে প্রমোট করেছে এবং ইসলাম চর্চাকে সাম্প্রদায়িক ও মৌলবাদী বলে আখ্যা দিয়েছে—তারা কি সঠিকভাবে সাংবাদিকতা করেছে? এটা কি নিরপেক্ষ সাংবাদিকতা? নাকি এটি সচেতন ও পরিকল্পিত ইসলামবিদ্বেষ?
তবু আমরা হঠকারী নই। আমরা এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড চাই না, যাতে এই অপপ্রচারকারীরা নিজেদের নির্যাতিত সাজিয়ে দায়মুক্তি পেয়ে যায়। বরং আমরা চাই, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাদের বিচার হোক। যারা মিডিয়ার পরিচয় ব্যবহার করে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তির দোসর হিসেবে কাজ করেছে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।
সরকারের প্রতি আমাদের স্পষ্ট আহ্বান—ফ্যাসিবাদ ও তাদের দোসরদের রক্ষা নয়, বরং আইনের শাসনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। সত্যকে চিরদিন বিকৃত করে রাখা যায় না। ইতিহাস একদিন ঠিকই তার হিসাব নেবে।
লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট
জেএম/