দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া (মাদ্রাসা), বরিশাল-এর বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত পাঁচটি অধিবেশনে সম্পন্ন হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি মুফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র উস্তাদ হাফেজ মাওলানা মুফতি মারুফ আহমাদ কাসেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম হাফিয মাওলানা রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করে ছাত্র ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। বক্তৃতায় তিনি বলেন, শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী পৃথিবীর ভার তোমাদেরই নিতে হবে। সে জন্য এখন থেকেই নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি আবদুল কাদের কাসেমী। তিনি তাকওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, সাহাবি, তাবেয়ি ও তাবে-তাবেয়িন থেকে শুরু করে সালাফে সালেহিন সবাই ছিলেন মুত্তাকি। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকা এবং তাঁর বিধান মেনে চলার নামই তাকওয়া।
তিনি স্পষ্ট ও অস্পষ্ট বিষয়ে বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার নাযেমে তা’লীমাত ও উস্তাজুল হাদিস মাওলানা মুফতি মুহাম্মাদ জাকারিয়া। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও ছাত্রজীবনে সফলতার গুরুত্ব তুলে ধরে বলেন, সফল হতে হলে তাকওয়া, ইখলাস, নিয়মিত অধ্যয়ন ও নোট গ্রহণ, মনোযোগ, সঠিকভাবে পাঠাভ্যাস, আরবি-বাংলা-ইংরেজি ভাষায় দক্ষতা, লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা ও আলস্য ত্যাগ; এই গুণাবলি অর্জন করতে হবে।
প্রতিযোগিতায় কিরাত, হিফযুল কুরআন, আরবি বক্তৃতা, ইংরেজি বক্তৃতা, বাংলা বক্তৃতা, কুইজ, হামদ-নাত ও কবিতা; মোট সাতটি বিভাগে বাছাই পর্ব শেষে ৫০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদরাসার উস্তাদরা। এছাড়া সাধারণ জ্ঞান কুইজে ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হাকিম কাসেমী, মাওলানা রকিবুল হাসান খান, মাওলানা মুফতি সাইফুল্লাহ মানছুর, মাওলানা মুফতি আবদুর রাজ্জাক রহমানী, মাওলানা মুফতি তালহা হোসাইন,মাওলানা মুফতি ইরফান আহমাদ, মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মুফতি নাসরুল্লাহ, মাওলানা সিদ্দিকুর রহমান,মাওলানা এনায়েতুর রহমান,মাওলানা নাসির উদ্দিন ,মাওলানা আবদুর রাকিব ও মাওলানা এহসানুল হক প্রমুখ।
আরএইচ/