শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ।। ৪ পৌষ ১৪৩২ ।। ২৮ জমাদিউস সানি ১৪৪৭


ওসমান হাদির জন্য ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান ফারুকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা দলীয় কার্যালয়ে মুসল্লিদের নিয়ে দোয়া করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এদিকে হাদি হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন ইসলামি দল।

জুমার নামাজ শেষে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে রিকশাযোগে আসার সময় একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে সঙ্গীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। কিন্তু তাকে আর ফেরানো যায়নি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেশবাসীকে কাঁদিয়ে হাদি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর খবর পাওয়ার পর উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় একটি পক্ষ ভারতের দালালির অভিযোগ তুলে কারওয়ানবাজারে দৈনিক প্রথম আলোর অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা একই গ্রুপের ডেইলি স্টার কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে পত্রিকা দুটি প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ