বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

জানুয়ারিতে ঢাকায় আসছেন না মুফতি তাকি উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

নিরাপত্তাজনিত কারণ এবং বেফাক ও হাইয়ার পরীক্ষা সামনে থাকায় আগামী জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছেন না পাকিস্তানের প্রখ্যাত আলেম ও বিশ্ববরেণ্য ইসলামী স্কলার মুফতি মুহাম্মদ তাকী উসমানী। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাংলাদেশ সফরের প্রধান সমন্বয়ক, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি জানান, জানুয়ারি মাসে দেশের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি ওই সময় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হাইয়ার পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকায় বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন হবে। এসব বিষয় বিবেচনা করেই জানুয়ারিতে মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুফতি মিজানুর রহমান সাঈদ আরও বলেন, “মুফতি তাকী উসমানী সাহেবের সফর নিয়ে আমরা অত্যন্ত আন্তরিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। তবে উলামায়ে কেরাম, শিক্ষার্থী ও সাধারণ মুসলমানদের সুবিধা-অসুবিধার বিষয়টি মাথায় রেখে এই সময়টি উপযুক্ত নয় বলে মনে হয়েছে। তাই পরবর্তী সময়ে অনুকূল পরিবেশে তাঁর সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে।”

তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো স্থায়ী বাতিল নয়; বরং সময়ের কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পরীক্ষাসংক্রান্ত ব্যস্ততা শেষ হলে নতুন করে সফরের ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকী উসমানী মুসলিম বিশ্বের একজন শীর্ষস্থানীয় আলেম, ফকিহ ও চিন্তাবিদ। দীর্ঘদিন পর তাঁর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশজুড়ে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে সাময়িক এই সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ