মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


১৪৩ দিনে হাফেজ, ৯ বছরের আরফানকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের নয় বছর বয়সী মো. আরফান হোসাইন মাত্র ১৪৩ দিনে সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ করে আলোড়ন সৃষ্টি করেছে। তার এই অসাধারণ অর্জনে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। তাকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে সংবর্ধনা।

আরফান বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার ছাত্র। এর আগে সে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসায় পড়াশোনা করেছে। তার বাবা সিরাজদীখানের কুচিয়ামোড়া গ্রামের বিশিষ্ট আলেম ও শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর)। তিনি কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া মিত্রপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছেলের এমন সাফল্যে আরফানের বাবা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তিন ভাইবোনের মধ্যে আরফান সবচেয়ে ছোট। মাত্র ১৪৩ দিনে পুরো কোরআন হিফজ সম্পন্ন করে সে তার পরিবারসহ পুরো এলাকাকে গর্বিত করেছে। আমি আশা করি, সে আরও ভালো করবে। তার পিতা হিসেবে আমি গর্বিত।

এমন অসামান্য অর্জনের জন্য আরফানকে সংবর্ধনা দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দীন রাজী।

এ কে এম ফখরুদ্দীন রাজী আরফানকে সংবর্ধনা দিতে গিয়ে বলেন, ১৪৩ দিনে কোরআন মুখস্থ করা ইসলামপুর কামিল মাদ্রাসার ইতিহাসে এই প্রথম। হাফেজ মো. আরফান আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। কোরআন হিফজ করা প্রতিটি মুমিনের জন্য মহান ইবাদত ও পরম সৌভাগ্যের বিষয়। হজরত রাসুলুল্লাহ (সা.) কোরআন মুখস্থ করার প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন। তাই, সকলের উচিত তাদের সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ