সিলেটের প্রখ্যাত গণসংগঠক, দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা, জননেতা নাসির উদ্দিন এডভোকেট আর নেই।
১৮ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায়, সিলেট নগরীর রায়নগরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, চার কন্যা, এক পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯ সেপ্টেম্বর শুক্রবার, জুমার নামাজের পর, তাঁর গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাঠ শাহী ঈদgah ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় ইমামতি করেন মরহুমের বড় মেয়ের জামাতা হাফিজ মাওলানা নুরুল হোসেন।
পরবর্তীতে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাযার নামাজে অংশগ্রহণ করেন—
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী নুরুল হক এডভোকেট, মোহাম্মদ আলী এডভোকেট ফোরামের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সিলেট মহানগর শাখার সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য, সাংবাদিক আব্দুর শহীদ আহমদ খান সাবের, শ্রমিক নেতা রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম এবং এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি, সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সর্বস্তরের মুসল্লিগণ।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
তাঁরা শোকবার্তায় বলেন নাসির উদ্দিন এডভোকেট ছিলেন নিঃস্বার্থ সমাজসেবক। মৃত্যু মুহূর্ত পর্যন্ত তিনি সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে লড়াই করে গেছেন। বর্তমান সমাজে তাঁর মতো সৎ ও নিবেদিতপ্রাণ সংগঠকের অভাব সত্যিই অপূরণীয়।
তাঁর রূহের মাগফেরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
একইভাবে, মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক আতাউর রহমান পীর-ও এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নাসির উদ্দিন এডভোকেট” এর মৃত্যুতে দেশ হারালো এক নির্ভীক, নিষ্ঠাবান ও আদর্শবান সমাজসেবককে। তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরএইচ/