আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকাল ৩টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা সভাপতি মাওলানা শায়েখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ সালেহ আহমদের সঞ্চালনায় প্রশিক্ষণ দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাদ আমিন বর্ণভী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা সাব্বির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, মাওলানা আব্দুস সালাম জালালাবাদী, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ ও মাওলানা আব্দুল অলি প্রমুখ।
বক্তারা বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ হচ্ছে একটি অরাজনৈতিক ইসলাহী সংগঠন। এ সংগঠনের মাধ্যমে মানুষকে দীনের পথে আহ্বান করা হয়।
এসএকে/