বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস ৭২ ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার আশঙ্কা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: ইঞ্জিনিয়ার আশরাফুল আলম পুলিশের সামনে অস্ত্র বের করলে গুলির নির্দেশ সিএমপি কমিশনারের সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত: শফিকুল আলম আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

৭২ ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ২০টি জেলা বন্যাকবলিত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার মতে, এই পরিস্থিতির পেছনে প্রতিবেশী ভারতের ‘পানি সন্ত্রাস’ দায়ী হতে পারে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় ৫-১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫-২০টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

পলাশ বলেন, ভরা বর্ষা মৌসুমে ভারত পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত গঙ্গা ও এর শাখা-উপশাখায় বিপুল পরিমাণ পানি আটকে রেখেছিল। ভারি বর্ষণের ফলে নদীগুলো ফুলেফেঁপে ওঠায় ১৩ আগস্ট থেকে বাঁধের সব গেট খুলে দেওয়া শুরু হয়। এতে জমে থাকা পানি প্রবল স্রোতে বাংলাদেশে প্রবেশ করছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ফারাক্কা বাঁধের গেট কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ খোলা থাকতে পারে। এতে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের পদ্মা তীরবর্তী জেলা ছাড়াও রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর তীরবর্তী নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বন্যা দেখা দিতে পারে।

এছাড়া, এ বছর খুলনা ও বরিশাল বিভাগে ঐতিহাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় সেসব অঞ্চলের নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। বাঁধের পানি প্রবাহ শুরু হওয়ায় এই এলাকাগুলোতেও প্লাবনের ঝুঁকি বেড়েছে।

আবহাওয়াবিদ জানান, আগামী রোববারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫-২০টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ