সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি দেশবাসী দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত: জামায়াত সেক্রেটারি ‘পুরোনো বন্দোবস্তের নির্বাচনে দেশকে আগের অবস্থায় নেওয়ার সুযোগ দেওয়া হবে না’ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ব্যবস্থা করতে হবে: খেলাফত মজলিস এআই (AI) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে অগ্রাধিকার এটি সময়ের দাবি

৭২ ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ২০টি জেলা বন্যাকবলিত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার মতে, এই পরিস্থিতির পেছনে প্রতিবেশী ভারতের ‘পানি সন্ত্রাস’ দায়ী হতে পারে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় ৫-১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫-২০টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

পলাশ বলেন, ভরা বর্ষা মৌসুমে ভারত পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত গঙ্গা ও এর শাখা-উপশাখায় বিপুল পরিমাণ পানি আটকে রেখেছিল। ভারি বর্ষণের ফলে নদীগুলো ফুলেফেঁপে ওঠায় ১৩ আগস্ট থেকে বাঁধের সব গেট খুলে দেওয়া শুরু হয়। এতে জমে থাকা পানি প্রবল স্রোতে বাংলাদেশে প্রবেশ করছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ফারাক্কা বাঁধের গেট কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ খোলা থাকতে পারে। এতে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের পদ্মা তীরবর্তী জেলা ছাড়াও রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর তীরবর্তী নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বন্যা দেখা দিতে পারে।

এছাড়া, এ বছর খুলনা ও বরিশাল বিভাগে ঐতিহাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় সেসব অঞ্চলের নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। বাঁধের পানি প্রবাহ শুরু হওয়ায় এই এলাকাগুলোতেও প্লাবনের ঝুঁকি বেড়েছে।

আবহাওয়াবিদ জানান, আগামী রোববারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫-২০টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ