বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস ৭২ ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার আশঙ্কা

খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি

মানবতার সেবায় নিবেদিত সিলেটের বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক তাদের গৌরবময় এক দশকে পদার্পণ উদযাপন করতে আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠান “রক্তবন্ধন–২০২৫”। আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এর পর্দা উঠবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর মাওলানা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

আলোচক হিসেবে থাকবেন বরেণ্য আলেম ও জনপ্রিয় বক্তা মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা শাহ মমশাদ ও মুফতি রেজাউল করিম আবরার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল ইসলাম, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট–৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী এড. মোহাম্মদ আলী এবং সিলেট–৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা দিলওয়ার হুসাইনসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অতিথি হিসেবে থাকবেন মারকাযুল হিদায়া সিলেটের মুদীর মুফতি নুরুজ্জামান সাঈদ, কালান্তর প্রকাশনীর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ, লেখক হাম্মাদ রাগীব, মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

আয়োজনে থাকবে মিলনমেলা, আলোচনা সভা, রক্তদাতা সংবর্ধনা এবং নাশীদ মাহফিল। নাশীদ পরিবেশন করবেন আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, সায়নান সায়েম, তানজির আহমেদ, আকরাম বিন বাহার, ফয়েজ আহমদ শাহরুক, আব্দুর রহমান আল আজাদ, আহমদ উসমান, মাহফুজুর রহমান মারুফ, মুশাহিদ আল-বাহার, আলি মর্তুজা, মাসউদ আনোয়ার, জামাল উদ্দিন ও মাশহুদ।

সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি আবু সাইদ ইসহাক জানান, “‘রক্তবন্ধন–২০২৫’ উপলক্ষে সব প্রস্তুতি শেষ। এখন শুধু ১৫ আগস্টের অপেক্ষা।”

খিদমাহর পক্ষ থেকে জানানো হয়, অতিথি, আলোচক ও ডেলিগেটদের জন্য বিশেষ গিফট প্যাক প্রস্তুত করা হয়েছে, যাতে থাকবে খিদমাহ লোগো সম্বলিত টি-শার্ট, ম্যাগাজিন, কলম, নোটবুক ও চাবির লকেট। এছাড়া সবার জন্য থাকছে নাশতার আয়োজন।

এক স্বেচ্ছাসেবক বলেন, “পাঁচ বছর ধরে খিদমাহর সঙ্গে কাজ করছি। অসংখ্যবার মাঝরাতে ফোন পেয়ে হাসপাতালে ছুটেছি। কারও জীবন বাঁচাতে পারার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ