অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাদ মাগরিব ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।
জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, জামিয়ার নাজিমে তালিমাত মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমীসহ জামিয়ার আজাতিজায়ে কেরাম।
নামাজের পর ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন ছাত্রদের উদ্দেশে নসিহতমূলক আলোচনা পেশ করেন।
এমএম/