সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি দেশবাসী দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত: জামায়াত সেক্রেটারি ‘পুরোনো বন্দোবস্তের নির্বাচনে দেশকে আগের অবস্থায় নেওয়ার সুযোগ দেওয়া হবে না’ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ব্যবস্থা করতে হবে: খেলাফত মজলিস

মির্জাপুরে গোপন ব্যালটে হেফাজতের কমিটি গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ব্যালটে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি আবুতাহের তালুকদার সভাপতি ও মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রোববার (১৫ জুন) উপজেলার দেওহাটা এমদাদুল উলুম মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা আলী আজম খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়াজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হেফাজতে ইসলাম টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা শামসুল আলম সখিপুরী, মুফতি আশরাফুজ্জামান, ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমুখ।

সম্মেলনে কোনো পদে কেউ প্রার্থী না হলেও ৭৬ জন কাউন্সিলর গোপন ব্যালটে সভাপতি সম্পাদকসহ অন্য সদস্যদের নাম লেখে ভোট প্রদান করেন।

কমিটিতে সিনিয়র সভাপতি মুফতি ইলিয়াস, সহসভাপতি মাওলানা জামিলু রহমান, যুগ্ম সম্পাদক মুফতি মনির খান, সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ইলাম খান ও মাওলানা আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, মাওলানা আবু সালেহ, মাওলানা খাইরুল ইসলাম মাওলানা আমানুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আনিসুর রহমান, মাওলানা আব্দুল আলিম আড়াইপাড়া নির্বাচিত হন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ