রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জমিয়ত আজ যা বলে কালও তাই বলে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিএনপিও আ.লীগের মতো হত্যার রাজত্ব কায়েম করেছে: নুর বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’

ইসলাম নারীর ন্যায্য অধিকার ও সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছে: হেফাজত মহাসচিব 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুফতি তানযিল হাসান, কুমিল্লা 

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ইসলাম নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। দিয়েছে নারীর জান-মালের নিরাপত্তা ও সর্বোচ্চ সম্মান। বর্তমান নারী কমিশন প্রস্তাবিত বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়িত হলে নারীদের অধিকার ক্ষুন্ন হবে। এসব নারী মর্যাদা বিরোধী আইন বাস্তবায়নের চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা আল্লাহ ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। নারীর এই অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে পরিণতি ভাল হবে না।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইসলামে নারীর মর্যাদা ও অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা উলামা পরিষদ এ সেমিনারের আয়োজন করে।

কুমিল্লা জেলা উলামা পরিষদের মজলিসে শূরা সদস্য মাওলানা দ্বীন মুহাম্মদ আশরাফের তত্বাবধানে ও শূরা সদস্য মাওলানা জামিল আশরাফ ও মাওলানা এমদাদ উল্লাহ খাঁনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হক।

 সেমিনারে প্রধান আলোচক ছিলেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।

এছাড়াও সেমিনারে আরও আলোচনা করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বরুড়া মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ নোমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন, চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ, মুফতি ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা আলী আহমাদ, মুফতি নাঈম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা মহানগরের সভাপতি মুফতি ওমর ফারুক সুলতানি, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মামুনুর রশিদসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।

'ইসলামে নারীর মর্যাদা ও অধিকার' শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ