শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

 ১০ হাজার ফিলিস্তিনি শিশুর দায়িত্ব নিতে চায় বাংলাদেশি প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইহুদীদের বর্বরোচিত হামলায় অনেক শিশু পরিবার হারা হয়েছেন। অনেক শিশু আহত হয়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছেন। আবার অনেকেই মা-বাবাকে হারিয়ে অমানবিক জীবন যাপন করছেন। বাংলাদেশ সরকার ফিলিস্তিনে মা-বাবা হারা শিশুদের আমাদের কাছে নিয়ে এলে ফেনীর আল হুদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার শিশুর দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আলাউদ্দিন নূরী। 

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ফেনী জেলা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বরোচিত ও নৃশংস গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার জুমার নামাজের পর শহরের ট্রাংক রোডে ফেনী জহিরিয়া মসজিদের ইমাম ও খতিব, ফেনী জেলা ইমাম পরিষদের আহ্বায়ক মুফতি ইলিয়াস বিন নাজেমের সভাপতিত্বে এবং পৌর ইমাম পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজ উল্লাহ আহমদীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফেনী জেলা ইমাম পরিষদের সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাওলানা মীর হোসাইন, দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফায়রুজ, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভুঁইয়া, হেফাজতে ইসলাম ফেনী জেলা প্রচার সম্পাদক মাওলানা ওসমান গনি, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন নুরী, খেলাফত মজলিশ ফেনী জেলার সিনিয়র সহসভাপতি ও শর্শদী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হায়দার, ইসলামী ছাত্র মজলিশ ফেনী জেলা সহসভাপতি নাদের চৌধুরী, ইসলামী ছাত্র মজলিশ ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আবুল বশর, ছাত্র প্রতিনিধি আবদুল কাইউম সোহাগ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ