মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বিএনপির সাথে মার্কিন আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আদর্শ সমাজ বিনির্মানে আলেম-ওলামা ও সমাজের বিশিষ্টজনদের এগিয়ে আসতে হবে : আব্দুল আউয়াল ‘নির্বাচনে খুব একটা উৎসাহিত না, করলে তিনটি আসনের কোনোটিতে করব’ রুপসার ইলাইপুরে হাতপাখা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের ঘোষণা সিইসির ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষ : আহত ২০, গ্রেফতার ৪ ইসলামি দলগুলো আদর্শিক দেউলিয়াপনার পরিচয় দেয় কেন? দলের অসুস্থ নেতাকে দেখতে গেলেন জমিয়ত সভাপতি দাবি না মানলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন ইবতেদায়ি শিক্ষকরা কুয়েতে মসজিদে সিসি ক্যামেরা বসাতে বিশেষ নির্দেশনা

 ১০ হাজার ফিলিস্তিনি শিশুর দায়িত্ব নিতে চায় বাংলাদেশি প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইহুদীদের বর্বরোচিত হামলায় অনেক শিশু পরিবার হারা হয়েছেন। অনেক শিশু আহত হয়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছেন। আবার অনেকেই মা-বাবাকে হারিয়ে অমানবিক জীবন যাপন করছেন। বাংলাদেশ সরকার ফিলিস্তিনে মা-বাবা হারা শিশুদের আমাদের কাছে নিয়ে এলে ফেনীর আল হুদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার শিশুর দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আলাউদ্দিন নূরী। 

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ফেনী জেলা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বরোচিত ও নৃশংস গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার জুমার নামাজের পর শহরের ট্রাংক রোডে ফেনী জহিরিয়া মসজিদের ইমাম ও খতিব, ফেনী জেলা ইমাম পরিষদের আহ্বায়ক মুফতি ইলিয়াস বিন নাজেমের সভাপতিত্বে এবং পৌর ইমাম পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজ উল্লাহ আহমদীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফেনী জেলা ইমাম পরিষদের সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাওলানা মীর হোসাইন, দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফায়রুজ, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভুঁইয়া, হেফাজতে ইসলাম ফেনী জেলা প্রচার সম্পাদক মাওলানা ওসমান গনি, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন নুরী, খেলাফত মজলিশ ফেনী জেলার সিনিয়র সহসভাপতি ও শর্শদী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হায়দার, ইসলামী ছাত্র মজলিশ ফেনী জেলা সহসভাপতি নাদের চৌধুরী, ইসলামী ছাত্র মজলিশ ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আবুল বশর, ছাত্র প্রতিনিধি আবদুল কাইউম সোহাগ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ