শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশি-বিদেশি অতিথি যাঁরা খতমে নবুওয়ত মহাসম্মেলন আজ, ঢল নামবে লাখো তৌহিদি জনতার  আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার

ইসলামী যুব আন্দোলনের ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার ৫ম যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মুফতী আলী হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মারুফ শেখ।

“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দূর্নীতিবিরোধী অবস্থানের মধ্যদিয়ে যুব সমাজের আস্থার পাত্র হয়ে উঠেছে। দেশের যুবকরা এখন চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে রুখে দিচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে। 

বক্তব্যে তিনি আরো বলেন, দেশে এখন লাখ লাখ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ লালন করে। চব্বিশের বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রথম সারিতে থেকে লড়াই করেছে। দেশে আর কোনো চাঁদাবাজ, গুন্ডাদের দৌরাত্ম মেনে নেয়া হবে না। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ হাসিব গোলদার, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা সভাপতি ডা: এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারী প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন। আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের ঝিনাইদহ জেলা ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদগণ। 

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি মুফতী মুহাম্মাদ রাসেল উদ্দীন, সহ-সভাপতি, মাওলানা নাজমুল হক ও সেক্রেটারী মুফতী আরিফুর রহমান এর নাম ঘোষণা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ