বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটে আমরা রাজি আছি। সরকার সিদ্ধান্ত দিয়েছে। আর অপশনের বিষয়ে জনগণই এর সিদ্ধান্ত নেবে। এটা বিএনপি নেবে না। তিনি বলেন, দেশের যে কোনো সংকট— অর্থনৈতিক বা সাংবিধানিক— সমাধান সম্ভব কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই। নির্বাচিত সরকারই দেশের মানুষের চাহিদাগুলো বোঝে এবং সেই অনুযায়ী নীতি গ্রহণ করে।
আজ শুক্রবার ১৩ নভেম্বর চট্টগ্রাম নগরীর দ্য পেনিনসুলা হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সত্যিকারের গণতান্ত্রিক অর্ডারের অভাবে ভুগছেন। এই অবস্থার পরিবর্তন ও গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র পথ হলো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।
এই মুহুর্তে বিএনপি ফোকাস গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে বলে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে দেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।
আমীর খসরু বলেন, জনগণ এখন অপেক্ষা করছে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার জন্য— একটি সৎ, স্বচ্ছ ও দায়বদ্ধ জাতীয় সংসদ দেখার জন্য। গত ১৫–১৬ বছর ধরে জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সংসদ অনুপস্থিত ছিল বলেই তিনি মন্তব্য করেন। তার মতে, রাজনৈতিক প্রক্রিয়ার এই রূপান্তরই দেশের সবচেয়ে জরুরি কাজ। অন্য কোনো ছোটখাটো ইস্যুতে মনোযোগ দিলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না।
নির্বাচিত সরকারকে সব সমস্যার সমাধান উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে।
আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। আস্তে আস্তে আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে— তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। যাদের দায়িত্ব, তারা পালন করা ভালো। আর বিচার করার জন্য তো বিচার বিভাগ আছে— এটা তাদের ওপরই ছেড়ে দিন। আমরা একটা নিরপেক্ষ বিভাগ চেয়েছিলাম, সেটা ইতোমধ্যে হয়েছে। বিচার বিভাগকে আগামী দিনে আরও প্রাতিষ্ঠানিক গ্রাউন্ড দেওয়া হবে।
দ্য পেনিনসুলায় ‘এমভিটি সামিট–২০২৫’অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমীর খসরু। স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি স্বাস্থ্য খাতের নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। তিনি বলেন, অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন— যা ব্যয়বহুল এবং সবার পক্ষে সম্ভব নয়। তাই দেশেই আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা গড়ে তোলা জরুরি।
এলএইস/