সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে ( হিলিতে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থীকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শামীম সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম সরদার পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আবেদ আলী সরদারের ছেলে। তিনি আওয়ামী লীগের হাকিমপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। দুপুরে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান জানিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে আসাদুজ্জামান নূর ওরফে সূর্য (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামে দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামান নূরের বড় ভাই সুজন বাদী হয়ে ১৯ আগস্ট সকালে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ওই মামলায় আরও ৯০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক আরিফুর রহমান  বলেন, হত্যা মামলার তদন্তের পর সংশ্লিষ্টতা আসায় শামীম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। হাকিমপুর থানায় ওই হত্যা মামলায় এ পর্যন্ত ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ