বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি

মাদরাসায় গেল ৩৫ কেজি ইলিশ, সাতজনের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা ও অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন চালানোর অপরাধে ২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ৫টি মেশিন অকেজো করে  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৩৫ কেজি ইলিশ মাছ ধূসর মদীনাতুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

শুক্রবার সকালে শিবালয় উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে ৫ জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড এবং জব্দ প্রায় ৩৫ কেজি মাছ ধূসর মদীনাতুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

 সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন এই দণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত এক লাখ মিটার জাল ও ৩৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। এবং নদীতে অবৈধভাবে ড্রেজার ও কাটার  মেশিন চালানোর অপরাধে ২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ৫টি মেশিন অকেজো করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ