রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭


সিলেটের তিন মনীষীকে নিয়ে রচিত ‘অবিস্মরণীয মনীষা’র পাঠ পর্যালোচনা সভা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাবতা একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান। মানুষ ও বই নিয়ে কাজ করাই লক্ষ্য তাদের। রাবতা গত কয়েকদিন আগে সিলেটের তিন মহাপুরুষের জীবনগল্প নিয়ে ছোট একটি বই প্রকাশ করেছে অবিস্মরণীয় মনীষা নামে। বইটি লিখেছেন লাবীব হুমায়দী। পাঠকদের কাছ প্রচুর সাড়ে পেয়েছে অবিস্মরণীয় মনীষা।

আগামী ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত সিলেট দরগা গেই, কেন্দ্রীয় মুসলিম সংসদে অবিস্মরণীয় মনীষার পাঠ পর্যালোচনা ও রাবতার অভিষেক অনুষ্ঠানের ইনতেজাম করা হয়েছে৷

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিলেটের কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাও. শাহ মমশাদ সাহেব, সুলতানপুর মাদরাসার শিক্ষাসচিব মাও. নু’মানুল হক চৌধুরী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী দুলাল সহ 
আরো উপস্থিত থাকবেন মাওলানা জিয়াউর রহমান, লেখক কথাশিল্পী মাওলানা সাবের চৌধুরী, সৃজনঘরের সভাপতি মাওলানা আহমদ কবীর খলিল, সৃজনঘরের সম্পাদক মাওলানা হামমাদ রাগিব, মাওলানা সাদিকুর রহমান সহ সিলেটের নবীন প্রবীণ লেখকগণ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ