মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭


শহীদ মিনারে জড়ো হচ্ছে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ সমাবেশে শহীদ মিনারে জড়ো হচ্ছে মাদরাসার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শহীদ মিনারে জড়ো হয় তারা।

ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা জড়ো হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

এদিকে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছায় আলেম সমাজ এবং ছাত্রজনতার ঢল। জোহরের নামাযের পর শহীদি মার্চের নির্দেশনায় রয়েছেন যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষক মুফতি হারুনুর রশীদ নুমানী।- জানায় বৈষম্যবিরোধী কওমি ছাত্র সংগঠন ‘সাধারণ আলেমসমাজ’

এর আগে গতকাল সাধারণ আলেমসমাজ ও নাগরিক আলেমসমাজসহ কওমি মাদরাসার ছাত্র সংগঠনগুলো ‘শহীদি মার্চ’ পালনের ঘোষণা দেয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ