||মাওলানা শরীফ মুহাম্মদ||
বাউলরা সাধারণত তাদের আসরে, গানে, গানের আগে-পরে প্রশ্নোত্তরে, আল্লাহ তাআলার প্রতি, নবীজির প্রতি, কোরআনের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি ভয়ংকর রকমের সব উক্তি ও মিথ্যাচার করতে থাকে। অহেতুক বানানো অনেক প্রশ্ন ও সংশয় উসকে দেয়।
বাউল আবুল সরকারকে ধরা হয়েছে আল্লাহ তাআলার প্রতি এ-জাতীয় অবমাননাকর উক্তির জন্যই। আবুলের এই ভয়ংকর উক্তিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা গোপন কিংবা অস্পষ্ট কোনো ঘটনা না। (খোঁজ করলে তার এরকম আরো অসংখ্য ভয়ংকর উক্তি হয়তো পাওয়া যাবে।) সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে কাউকে ধরা বা গ্রেফতার করা এটা তো একটা আইনসম্মত প্রক্রিয়া।
এই গ্রেফতারের বিষয়টি নিয়ে বাউল শেষ হয়ে গেল, শিল্প শেষ হয়ে গেল, মাজার ধ্বংস হয়ে গেল, এ জাতীয় মাতম করার সুযোগ কোথায়? নিজে বাউল সেজে বুদ্ধিজীবীগিরি করা এক বৃদ্ধ নাগরিককে রাস্তায় দাঁড়িয়ে অনেক গরম বক্তব্য দিতে দেখা যাচ্ছে! তার স্ত্রী আবার ইন্টেরিমের উপদেষ্টা পরিষদের সদস্য। অদ্ভুত বাউল এবং তার সংসার! সরকারেও আছেন, জঙ্গলেও আছেন!
২০০/২৫০ জনের আরেকটি দল ধৃষ্টতাপূর্ণ উক্তিকারী আবুলের মুক্তি দাবি করেছে। আবুলকে মাত্র গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ আছে, অভিযোগের প্রমাণও আছে। কাণ্ডজ্ঞান থাকলে আপনারা মুক্তি দাবি করেন কী হিসাবে? বিচার চান। বলেন, তার সুষ্ঠু বিচার করতে হবে, তার ওপর জুলুম করা যাবে না; আমরাও আপনাদের দাবির সঙ্গে সঙ্গ দেবো। আল্লাহ তাআলার প্রতি অবমাননাকর উক্তির জন্য উপযোগী শাস্তির বাইরে তার ওপর যেন অন্য কোনো জুলুম না করা হয় আমরাও বলবো।
কিন্তু বাউলদের সামনে রেখে নানামাত্রিক মতলবের কারিগরেরা সহজপথে হাঁটবেন না। তারা পানি ঘোলাই করবেন। কোনোরকম জুলুম সমর্থন করি না, কিন্তু বাউলের পোশাকে অথবা অন্য কোনো শিল্প বুদ্ধি সংস্কৃতির আবরণে ইসলাম অবমাননা মেনে না নেওয়ার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই।
দুনিয়াতে শয়তান থাকবে, শয়তানকে মাথায় তোলা যাবে না এবং শয়তানের ব্যাপারে সতর্ক পদক্ষেপে কোনো ঘাটতি করা যাবে না। নিজেদেরকে এবং সমাজ ও রাষ্ট্রকে দুষ্ট আবহ থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। শিল্প সংস্কৃতির সঙ্গে ধর্মকে মিশিয়ে বিদ্বেষ ও ভ্রান্তির জাল বিস্তার করতে দেওয়া কিছুতেই উচিত হবে না।
শেষ কথা হলো, বাউলের পোশাকে ভ্রান্তির বেড়াজালে আটকে যাওয়া মানুষদের জন্য হেদায়াত ও সুস্থতার দোয়া, চেষ্টা জারি রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের ব্যাপারে সহিহ বুঝ ও সহিহ আমলের তাওফিক দান করুন।
লেখক: সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও বিশ্লেষক
এলএইস/