শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় বোমা বিস্ফোরণে ৪ জন ইসরায়েলি সেনা নিহত রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন যৌথ বাহিনীর অভিযান: সারাদেশে আটক ২৯ জন কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা

নারীদের আসন ১০০ করার সিদ্ধান্ত বৈষম্যমূলক: মাওলানা জালালুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমদ খান

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার জোর তৎপরতা চলছে। এটাকে সংবিধান, সংসদীয় নিয়ম এবং রাজনৈতিক ঐক্যমতের পরিপন্থী বলে মনে করছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মতে, এই সিদ্ধান্ত একতরফা এবং গণআকাঙ্ক্ষার বিপরীত।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনে নারী-পুরুষ সকলেই সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর বাইরে অতিরিক্ত ৫০টি সংরক্ষিত নারী আসন পূর্বে ছিল, যা দলীয় অনুপাত অনুযায়ী নির্ধারিত হতো। কিন্তু এখন সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হচ্ছে, যা প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক বৈষম্য তৈরি করছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, সংরক্ষিত নারী আসনকে ৫০ থেকে ১০০-তে উন্নীত করার পরিকল্পনা অযৌক্তিক ও অগণতান্ত্রিক। কারণ, ৩০০ আসনেই নারীরা মনোনয়ন পেতে ও জয়ী হতে পারেন। আলাদাভাবে ১০০ আসন সংরক্ষণ মানে হলো নারী-পুরুষের মধ্যে প্রকৃত প্রতিযোগিতার সুযোগ কমিয়ে দেওয়া এবং একটি বর্ধিত কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল চেতনার সাথেও সাংঘর্ষিক।

সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়া সরকার একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলে মনে করেন মাওলানা জালালুদ্দীন আহমদ। বাংলাদেশ খেলাফত মজলিসের দাবি, সংরক্ষিত নারী আসন পূর্বের মতো ৫০টিই থাকতে হবে, এর বেশি নয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে বলেন, যদি সরকার জনগণের ইচ্ছা ও রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে এই প্রস্তাব পাশ করে, তখন আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ