।। হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।।
জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম'র পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র ভারপ্রাপ্ত সভাপতি, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা আল্লামা ফুরকানুল্লাহ খলীল বলেছেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. কেবল বাংলাদেশ নয়; বহির্বিশ্বেও সুসমাদৃত একজন বিদগ্ধ আরবী সাহিত্যিক ও প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী শিক্ষা-দীক্ষা ও তাহযীব-তামাদ্দুনের বিকাশধারায় অনন্য অবদান রেখে গিয়েছেন। তিনি ছিলেন, ইসলামী শিক্ষা সংস্কার আন্দোলনের এক বিপ্লবী কিংবদন্তি। যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর তাত্ত্বিক চিন্তা ও বৈপ্লবিক দর্শন ইসলামী শিক্ষাঙ্গনে এক অনন্য মাইলফলক রচনা করে। ইসলামী শিক্ষাব্যবস্থা ও সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়।
তিনি কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উদ্যোগে "ইসলামী শিক্ষাব্যবস্থা ও সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ. এর চিন্তাধারা ও অবদান" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শনিবার (২৪ মে (শনিবার) বিকাল ৩ টায় কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদস্থ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ সেমিনারে আলোচকবৃন্দ বলেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. রচিত ও অনূদিত বহু কিতাব মাদ্রাসার শিক্ষা সিলেবাসে পাঠ্য। মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের বহির্বিশ্বে উচ্চতর পড়াশোনার দ্বার উন্মোচনে তিনি স্থাপন করেন এক অভূতপূর্ব নজির। কেবল শিক্ষাঙ্গনে নয়; আধ্যাত্মিক ময়দানেও আল্লামা সুলতান যওক নদভী রহ. ছিলেন আকাবিরে দেওবন্দের বাস্তব নমুনায় প্রবাদপ্রতিম বুযুর্গ মনীষী। দরস-তাদরীস, লেখালেখি, সমাজশুদ্ধির বহুমুখী কর্মব্যস্ততার মাঝেও তিনি বাতিল অপশক্তির মোকাবিলায় বীরদর্পে মাঠে নেমে আসতেন। ইসলাম ও দেশবিরোধী যেকোন চক্রান্ত প্রতিহত করতে তাঁর বিপ্লবী ভূমিকা অনস্বীকার্য। রাসুলে কারীম স. এর শানে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তিনি আজীবন সোচ্চার ছিলেন।
সংগঠনের সভাপতি মাওলানা নুরুল হক চকোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র সেক্রেটারি জেনারেল আল্লামা ওবায়দুল্লাহ হামাযাহ, জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, শিক্ষাবিদ প্রফেসর ছানাউল্লাহ।
সেমিনারে "ইসলামী সংস্কার ও আরবী ভাষা-সাহিত্যে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ. এর অবদান" শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা আফিফ ফুরকান মাদানী। পঠিত প্রবন্ধে তিনি ইসলামী শিক্ষাব্যবস্থা সংস্কার, দারুল মা'আরিফ প্রতিষ্ঠা, আরবী ভাষা-সাহিত্যে অবদান ও আন্তর্জাতিক স্বীকৃতিসহ আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ. এর বর্ণাঢ্য জীবন ও গৌরবোজ্জ্বল অবদান তুলে ধরেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ। মূল প্রবন্ধের ওপরে আলোচনা করেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র সহকারী সেক্রেটারি জেনারেল, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, টেকনাফ জামিয়ার পরিচালক মাওলানা মুফতি কেফায়ত উল্লাহ শফিক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা আবদুল খালেক নিজামী, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, হেফাজতে ইসলাম বাংলাদশ কক্সবাজার জেলা সদস্য সচিব মাওলানা ইয়াছিন হাবিব, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু মুসা, জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, গবেষক আলেমেদ্বীন মাওলানা মুফতি আব্দুল হক, সাংবাদিক শামসুল হক শারেক, মা'আহাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হক।
এছাড়া বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, জামিয়া দারুল উলুম চাকমারকুলের মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, খুরুশকুল অদুদিয়া তা'লিমুদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলাইমান কাসেমী, রামু মাজহারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ হারুন, কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, টেকনাফ আয়েশা ছিদ্দিকা র. বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা এনায়তুর রহীম শাহীন, রামু ওলামা পরিষদের সাধারণ সম্পাদক, চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুমের মুহতামিম মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও উখিয়ারঘোনা তা'লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল আলম, পৌর নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা খালেদ সাইফী, হেফাজত ইসলামের পৌর আহবায়ক মাওলানা সায়েম হোসেন চৌধুরী, আস-সুফ্ফা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ শাফায়াত নাঈম, হযরত হাফছা র. মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, তানজীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াহয়া মানিক, দারুল ফুরকান কক্সবাজার'র পরিচালক মাওলানা কারী আশরাফুল মতিন মুহাম্মদ আসেম, ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, সদর উপজেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক এড. ঈসা মাহমুদ হাসেমী, পৌর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী, মাদ্রাসাতুল কুরআনের পরিচালক মাওলানা এড. রিদওয়ানুল কাবীর, জেলা ইসলামী ছাত্রসমাজের অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ. ছিলেন, চট্টগ্রাম জামিয়া
এনএইচ/