শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর! পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা আতাউল্লাহ আমীন। ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে চলতি ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ এ সফরে অংশগ্রহণ করবেন তিনি।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক ব্যুরোর পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মাওলানা আতাউল্লাহ আমীন সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশে খেলাফত মজলিসের পক্ষ হতে প্রতিনিধি হিসাবে তিনি যাচ্ছেন বলেন জানান।

এসময় ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনায় কাজ করে যেতে দেশবাসীর কাছে তিনি দোয়া চান।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বেসরকারি সংস্থা খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রোকসানা খন্দকার, বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, গণ অধিকার পরিষদের রাশেদ খানসহ ২৩ জন ব্যক্তিবর্গ চীন সফরে যাচ্ছেন।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ১৩ দিনব্যাপী এ সফর শুরু হয়ে ৬ মার্চ শেষ হবে। সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে।

সফরের মূল লক্ষ্য হলো চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ