সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার কোন এখতিয়ার এই সরকারের নেই মক্কায় মোজাইকে লেখা কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন আজান দিতে যাওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের গোয়াইনঘাটে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশন বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়তে চায় সরকার ইসরায়েলি বন্দিদের সহায়তা পৌঁছে দিতে শর্তসাপেক্ষে সম্মতি হা/মা/সের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আগামীকাল বন্ধ থাকবে ব্যাংক সকালে ৭টি খেজুর খাওয়া নিয়ে হাদিসের বাণী মৌলভীবাজারে খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা ‘জাতিসংঘের অফিস খোলার অনুমতি দেওয়ার কোনো এখতিয়ার এই সরকারের নেই’

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হলেন মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সংস্থাটির বোর্ড অব গভর্নরস নিযুক্ত হয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব, ঢাকা মোহাম্মদপুরের জামেয়া রহমানিয়া আজিজিয়ার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সাহেবজাদা মাওলানা মাহফুজুল হক।

সোমবার (১৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনর্গঠিত বোর্ড অব গভর্নরসে পদাধিকার বলে ধর্ম উপদেষ্টা চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পদাধিকার বলে অন্য গভর্নররা হলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান, ধর্ম সচিব, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

এদিকে মাওলানা মাহফুজুল হক ছাড়াও দেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম ওলামাদের মধ্য থেকে সরকার মনোনীত অন্য গভর্নররা হলেন- চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, বরিশালের চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী, পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদাধিকার বলে নিযুক্ত গভর্নরসরা ছাড়া অন্য গভর্নরদের মেয়াদকাল এ প্রজ্ঞাপন জারির দিন থেকে ৩ বছর হবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত তিনি বা তারা দায়িত্ব পালন করে যাবেন। সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকার বলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন বা তার/তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ