শনিবার, ২৬ জুলাই ২০২৫ ।। ১১ শ্রাবণ ১৪৩২ ।। ১ সফর ১৪৪৭

শিরোনাম :
দুবাইয়ে দুই হাজারের বেশি পর্যটকের ইসলাম গ্রহণ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল বাংলাদেশি সব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের যারা আলেমদের মূর্খ ও নেশাখোর বলে তারা জ্ঞানপাপী: পীর সাহেব চরমোনাই নির্বাচনি ব্যবস্থার সংস্কার ছাড়া কার্যকর সংসদ কল্পনাতীত: বাংলাদেশ খেলাফত মজলিস জঙ্গি তকমা দিয়ে আলেমদের কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে: ড. এনায়েতুল্লাহ আব্বাসী ভারত আবারো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস তীব্র তাপপ্রবাহ: জানাজা ও দাফন নিয়ে নতুন নির্দেশনা আমিরাতের  মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর হাত ধরে নতুন বই নতুন সংগঠন 'জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে'

আসন্ন নির্বাচনে নারী ভোটারদের নিয়ে ইসলামি দলগুলোর পরিকল্পনা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক

আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই গুরুত্ব পাচ্ছে নারী ভোটারদের ভোট। এ বছরের মার্চ মাসে প্রকাশিত নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যমতে দেশের মোট ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। অর্থাৎ ভোটারদের প্রায় অর্ধেকই নারী। এই বাস্তবতায় ইসলামি দলগুলোও নারী ভোটারদের মন জয় করতে নানামুখী কৌশল গ্রহণ করেছে।

আওয়ার ইসলাম থেকে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন বলেন, “নারী-পুরুষ ভোটারের মাঝে আমরা কোনো পার্থক্য করছি না। আমাদের যেমন পুরুষ ভোটার রয়েছেন, তেমনি নারী ভোটারও আছেন। নির্বাচন যখন সামনে চলে আসবে, তখন আমাদের প্রার্থীরা সবার ঘরে ঘরে যাবেন, নারী ভোটারদের ইসলামি দলগুলোকে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করবেন।”

তিনি আরও জানান, দলের প্রার্থীদের পরিবারের নারী সদস্যরাও প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন। “নারীদের সাথে সরাসরি যোগাযোগ রাখার জন্য আলাদা কার্যক্রম থাকবে। নারীদের অংশগ্রহণ আমাদের দৃষ্টিতে ইতিবাচক এবং আমরা এটি নিয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ।”

নারী ভোটারদের গুরুত্ব বোঝাতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “নির্বাচনে জয়ী হতে হলে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের সমান গুরুত্ব দিতে হবে। আমাদের নারী উইং রয়েছে, যারা নিজেদের মতো করে নারীদের মাঝে কাজ করছে।”

তিনি জানান, নারী শাখার দায়িত্বপ্রাপ্তরা ঘরে ঘরে গিয়ে ইসলামি আন্দোলনের বার্তা পৌঁছে দেবে। “পুরুষদের মতো নারীরাও এবার ইসলামি আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন বলে আমরা আশাবাদী।”

নারী ভোটার ও তাদের অধিকার বিষয়ে গুরুত্ব দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, “নারী সমাজের অধিকার আদায় এবং তাদের ইজ্জত-আব্রুর সুরক্ষা নিশ্চিত করতে আমাদের দল সবসময় সচেষ্ট ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “দেশে এখন নারী ভোটারের সংখ্যা পুরুষদের প্রায় সমান। ফলে নির্বাচন সামনে এলে আমাদের প্রার্থীরা নারী সমাজের সম্মান বজায় রেখেই তাদের কাছে দলীয় বার্তা পৌঁছে দেবেন।”

নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের ৩৩% নারী নেতৃত্বের নির্দেশনা আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারলেও কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকজন নারী সদস্যকে দায়িত্ব দিয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা বলেন, "নারী ভোটারদের সংখ্যা যেহেতু কম নয়, তাই তাদের আকৃষ্ট করতে আমাদের তিনটি কৌশল কার্যকর হতে পারে – ১. পরিবারের পুরুষ ভোটারদের প্রভাব, ২. নারীদের নিজস্ব সমাজিক কার্যক্রমে প্রচার চালানো, ৩. ইসলামসম্মতভাবে নারী শাখাকে আরও সক্রিয় করা।"

তিনি আরও যোগ করেন, "বর্তমানে দেশের নারীরা বাম দলগুলোর চেয়ে ইসলামি দলগুলোর প্রতি বেশি আস্থাশীল। তবে মিডিয়ার একাংশ ইসলামি দলগুলোর বিরুদ্ধে যেসব ভুল ধারণা ছড়াচ্ছে, তা মোকাবেলা করতে হবে। শহরের তুলনায় গ্রামের নারীরা ইসলামপন্থী দলগুলোর প্রতি বেশি সমর্থন দেখাবে বলে আমরা বিশ্বাস করি।"

ইসলামি দলগুলোর সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, নারী ভোটারদের গুরুত্ব এখন আর কেউ উপেক্ষা করছে না। ইসলামি দলগুলোও তাদের নির্বাচনী কৌশলে নারী ভোটারদের এক বিশেষ জায়গায় স্থান দিচ্ছে। ঘরোয়া প্রচারণা, নারী উইং-এর সক্রিয়তা এবং নারীর অধিকার ও সম্মান রক্ষার অঙ্গীকার—এসব মিলিয়ে ইসলামি দলগুলো নারী ভোটারদের আস্থা অর্জনের চেষ্টায় ব্যস্ত সময় পার করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ