শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ ।। ১৯ আশ্বিন ১৪৩২ ।। ১২ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির সংকট নিরসন সম্ভব নয়: মাওলানা জালালুদ্দিন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূলের সীরাতের বিকল্প নেই ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: পীর সাহেব চরমোনাই রাজনগরে ইসলামী যুব মজলিসের কমিটি পুনর্গঠন সম্পন্ন ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত লাউতায় জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর সমর্থনে উঠান বৈঠক রেনেসাঁ ইসলামী সংসদ মৌলভীবাজারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শীলনের শানে রেসালাত কবিতা উৎসব উদযাপিত হাস্সান বিন সাবেতের প্রেরণায় কবিতা চর্চার আহ্বান জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের জুলাই সনদের বাস্তবায়ন আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

উত্তর বাড্ডার আলীর মোড়ে সিরাত কনফারেন্স ২৮ নভেম্বর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়া মাহমুদ

রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড়ে ইত্তেহাদুল উলামা বাড্ডা-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত কনফারেন্স। ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় এ কনফারেন্স শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়। প্রধান অতিথি হিসেবে কনফারেন্সে থাকছেন দেশের ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া মাদানিয়া বারিধারার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ।

সভাপতিত্ব করবেন, ইত্তেহাদুল উলামা বাড্ডা-এর আহ্বায়ক মাওলানা জাকির হুসাইন।

কনফারেন্সে নবীজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন— মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা আব্দুল মজিদ ও মাওলানা তাহমীদুল মাওলাসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

ইত্তেহাদুল উলামা বাড্ডা-এর সদস্য সচিব মুফতি আশিকুল ইসলাম সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা. আমাদের প্রাণের ব্যক্তি। অন্তরে তার অগাধ ভালোবাসা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। অধিকারী হওয়া যায় না জান্নাতের। তাই আমাদের উচিত অধিক হারে সিরাত চর্চা করা। কেননা, সিরাতচর্চা নবীপ্রেম অর্জনের প্রধান ও অন্যতম মাধ্যম।

তিনি আরও বলেন, রাসুল সা. বিশ্ব মানবতার আইডল। অনেক অমুসলিমও তার আদর্শ লালন করে সাফল্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে। অথচ আমাদের সমাজে এমন অসংখ্য মুসলমান আছে— যারা নবীজীবনের দুচারটে ঘটনা বৈ কিছু জানেন না। তাদের কাছে নবীজির সিরাত পৌঁছে দেওয়া উলামায়ে কেরামের গুরু দায়িত্ব। মূলত এসব উদ্দেশ্য সামনে রেখেই আমাদের এই কনফারেন্সের আয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ