মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তুরস্কে বিক্ষোভ

শায়খ ইব্রাহিম আফ্রিকী আজ সাইনবোর্ড জামিয়াতু ইবরাহীমে ইসলাহী বয়ান করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

ঢাকায় ব্যস্ত সময় পার করছেন শায়খ ইব্রাহিম আফ্রিকী। প্রতিদিন নানা প্রতিষ্ঠান আর দ্বীনি মজলিসে ইসলাহী বয়ান করছেন। আজ বুধবার (১৭ এপ্রিল, ২০২৪) ঢাকার ডেমরা সাইনবোর্ড অবস্থিত জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর (খানকায়ে মাহমুদিয়া)মাদরাসা মসজিদে ইসলাহী বয়ান করবেন তিনি।

জানা যায়, বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই ইসলাহী মাহফিল চলবে রাত ৯টা পর্যন্ত।শায়খ ইব্রাহিম আফ্রিকী ছাড়াও মাহফিলে নসিহত করবেন দেশ-বিদেশের বরেণ্য উলামা-মাশায়েখ।

জামিয়াতু ইবরাহীমের মুহতামিম মুফতী শফীকুল ইসলাম মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে শায়খ ইব্রাহিম আফ্রিকী ঢাকার আরজাবাদ মাদরাসা, উত্তরা জামিয়াতুন নুর আল কাসেমিয়া মাদরাসাসহ আরো কয়েক মজলিসে ইসলাহী বয়ান করেছেন।

১৮ এপ্রিল যশোর আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসায় তিনি ইসলাহী বয়ান করবেন।

প্রসঙ্গত.  শায়খ ইব্রাহীম আফ্রিকী হলেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা। আফ্রিকা দেশের প্রখ্যাত পীরে কামেল আলেম। গত ১২ মার্চ ২০২৪ (মঙ্গলবার) বেলা ১১:৪০-এ তিনি ঢাকার হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।  এ বছর রমজানে বগুড়ার ‘আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদরাসা-মসজিদে ইতিকাফ করেছেন। ইতিকাফে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব-আমিরাত, দুবাই, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ২০-২৫ দেশের প্রায় পাঁচ হাজার মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করেছেন।

এছাড়া, শায়খ ইবরাহিম আফ্রিকীর সঙ্গে ইতিকাফে শরিক হতে আগমন করেছেন দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, ডাভেল মাদরাসার মুহতামিম আল্লামা আহমাদ খানপুরী, লন্ডনের ক্বারী আব্দুল্লাহ, আল্লামা ইউসুফ তাওলভী, দারুল উলুম দেওবন্দের আহলে শূরা আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরী, মুফতী শফীক বেঙ্গলার, মুফতী সাবীল আহমাদ কাসেমী মাদরাজ ও মাওলানা হাসান মাহমুদ রাজিস্তানীসহ দেশ-বিদেশের শীর্ষ আলেমগণও।

ইতিকাফ শেষে রমজান ও ঈদ পরবর্তী আরো কয়েকটি দিন এদেশে মানুষের ঈমানি-আমলী জিন্দেগী পরিবর্তনে ইসলাহী করবেন বলে জানা গেছে। তারপর তিনি ফিরে যাবেন নিজ দেশ আফ্রিকায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ