মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে চাই : মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে চাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে ইসলামের প্রকৃত সৌন্দর্য দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। এ জন্য তৃণমূল থেকে দেশের সাধারণ মানুষের কাছে ইসলামের কল্যাণকামী দিকগুলো তুলে ধরে জাতীয় জীবনে ইসলামের দিকে ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। কল্যাণকামীই ইসলামের অন্যতম বৈশিষ্ট। ইসলাম কী জিনিস মানুষ না বুঝার কারণে মানুষ ইসলামের মত সৌন্দর্য, কল্যাণকামীতা, শান্তি ও মমত্ববোধ থেকে দূরে সরে রয়েছে। আমাদের জনপ্রতিনিধি যেখানে আছে মানুষ একটু হলেও বুঝতে পারছে ইসলামের আসল সৌন্দর্য। এখন মানুষ ইসলামের দিকে দলে দলে ছুটে আসছে। কিন্তু ইসলামের আলোয় আলোকিত করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে যেতে হবে।

আজ শনিবার দুপুরে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে আলোচনাকালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ