মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

দলাদলি বাদ দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। দলাদলি না করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবে দলের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করবেন না। মানুষের কল্যাণে রাজনীতি করবেন। আগামীতে কীভাবে জয়লাভ করব তা নিয়ে কাজ করতে হবে। আমি ছিলাম, আগামী দিনেও থাকব। আপনারা সকল শ্রেণিপেশার মানুষদের পাশে থেকে তাদেরকে ভালোবাসুন।’

আজ মঙ্গলবার নাঙ্গলকোট পৌরসদরের মডেল মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসূফের সভাপতিত্বে নবগঠিত কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হাসান ভূঁইয়া বাছিরের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব মিজানুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মজুমদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম,এ করিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, আবু তাহের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এম সাইফ উদ্দীন আলমগীর, হুমায়ূন কবির মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাটোয়ারী, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনসহ আর অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতকর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ