শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

৬ হাজারের বেশি দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার)এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চলতি সপ্তাহে সারাদেশে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে ঈদের উপহার সামগ্রী ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, ফিরোজপুর, বাগেরহাট; ১০ পদাতিক ডিভিশনের রামু বাজার, পাঞ্জেখানা বাজার, থোইংগ্যাকাটা বাজার, পানেরছড়া বাজার, চকরিয়া, ফাঁসিয়াখালী, আলীকদম; ১১ পদাতিক ডিভিশনের শাহাজাহানপুর, মাগুড়গাড়িতে অবস্থিত জামুন্না পল্লী বন্ধু স্কুল মাঠ সংলগ্ন এলাকা, নাগেরভিটা এলাকা; ১৭ পদাতিক ডিভিশনের সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, গোলাপগঞ্জ, বিশ্বনাথ; মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ী; সুনামগঞ্জ জেলার ছাতক, কোম্পানীগঞ্জ; হবিগঞ্জ জেলার মাধবপুর, লাখাই উপজেলা;

১৯ পদাতিক ডিভিশনের শেরপুর, নেত্রকোনা; ৫৫ পদাতিক ডিভিশনের খুলনা, টুঙ্গিপাড়া, নড়াইল, যশোর; ৬৬ পদাতিক ডিভিশনের পার্বতীপুর, লালমনিরহাট, কাওনিয়া, কুড়িগ্রাম, দেবিগঞ্জ, রাণীসংকাইল; ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ঝিলংজা, লেম্বছড়ি, থিংকুপাড়া, থানচি, পোয়ামহুরী আর্মি ক্যাম্প, ডবলমুরিং, বন্দর এলাকা দামপাড়া, সাইচাল আর্মি ক্যাম্প এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কেরানীগঞ্জ, ঢাকা কটন মিল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা, বাসাবো সবুজবাগ;

পাবর্ত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক রামগড়, মানিকছড়ি, গুইমারা উপজেলায় ৬ হাজার ১৩০টি পরিবারকে পোলাও চাল, চিনিগুড়া চাল, ডাল, আটা, চিনি, তৈল, সেমাই, নুডলুস, চা পাতা, দুধ, লবণ, আলু, পিঁয়াজ ও মুরগিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বে আরো ১১ হাজার ৮৫০টি অসহায় ও দুস্থ পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হবে বলে জানা গেছে।

-একে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ