বুধবার, ২২ মে ২০২৪ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১৪ জিলকদ ১৪৪৫

শিরোনাম :

আফতাবনগর মাদরাসায় চলছে ৫১ জন সালেকিনের আমলি ইতিকাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। রাজধানী ঢাকার আফতাবনগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকার খানকায়ে মাদানিয়ায় চলছে ৫১ জন সালেকিনের আমলি ইতিকাফ।

জানা যায়, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকার মুহতামিম, মাদানি খানকাহর পরিচালক, ফেদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. এর সুহবতইয়াফতাহ ও খলীফা, সায়্যিদ মাহমুদ আস'আদ মাদানী মুফতি মোহাম্মদ আলী তত্বাবধানে এ ইতিকাফ পরিচালিত হয়ে আসছে।

তিনি জানান, রাজধানী ঢাকার আফতাবনগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকার খানকায়ে মাদানিয়ায় প্রতি বছরের মত এবারো রমজানের শেষ দশকে বিশেষভাবে আমলি ইতিকাফের ব্যবস্থা করা হয়েছে। শেষ দশকে আল্লাহর দরবারে দুনিয়ার সব ব্যস্ততা থেকে ফারেগ হয়ে অনেক মানুষ ছুটে আসে মাদানী খানকায়। এবারো আলহামদুলিল্লাহ ৫১ জন সালেকিন এখানে একত্রিত হয়েছেন। আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুন আমিন।

জানা যায় এ ইতিকাফে অবস্থানরতদের জন্য সাজানো রুটিন রয়েছে।

বাদ ফজর সূরা ইয়াছিন তেলাওয়াত, মাসনূন ওয়াজিফা, ইশরাকের নামাজ, বিশ্রাম। সকাল ১০টা বিশ্রাম সেরে ব্যক্তিগত জরুরত থেকে ফারেগ হয়ে চাশতের নামাজ আদায় ইনফিরাদি আমল, কোরআন মাজিদ তেলাওয়াত।

দুপুর ১২টা থেকে তালীম (ইমদাদুস সুলূক, তাসাউউফ কি হাকীকত ওয়া মাসায়েল, আকাবির কা রমাদান, ইরশাদাতে আকাবির।

বাদ যোহর কোরআনুল কারীমের তাফসির, ইনফিরাদি আমল অতঃপর আসর পর্যন্ত বিশ্রাম।

বাদ আসর কোরআন কারীমের দাওর শোনা, দুআয় শরীক হওয়া অতঃপর ইফতার।

বাদ মাগরিব সালাতুল আউওয়াবিন আদায়। অতঃপর রাত্রের খাবার। রাত ৮:৩০ মিনিট এশার নামাজ, সালাতুত তারাবীহ আদায়। বাদ তারাবীহ বারো- তাসবিহের জিকির অতঃপর বিশ্রাম। রাত ২:০০ মিনিট কিয়ামুল লাইল, দোয়া অতঃপর রাত ৩:৩০ টায় সাহরী খাওয়া এবং ফজর নামাজের প্রস্তুতি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ